বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফেসবুকে কনটেন্ট মূল্যায়নে ‘ভিউস’কে নতুন মানদণ্ড হিসেবে গ্রহণ

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
১০:২০ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন থেকে কনটেন্টের জনপ্রিয়তা নির্ধারণে ‘ভিউস’কে নতুন মানদণ্ড হিসেবে বিবেচনা করবে। ভিডিওর পাশাপাশি ছবি ও লিখিত পোস্টের ভিউসও এই মানদণ্ডে অন্তর্ভুক্ত হবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, এই পরিবর্তন কনটেন্ট নির্মাতাদের কাজের সাফল্য মূল্যায়নে সহায়ক হবে। রিলসের ক্ষেত্রে ভিডিওটি কতবার দেখা হয়েছে, তা ভিউ হিসেবে গণ্য হবে। অন্য কনটেন্টে এটি ব্যবহারকারীর পর্দায় প্রদর্শিত হলেই একটি ভিউ হিসেবে ধরা হবে।

মেটা সম্প্রতি থ্রেডসেও ভিউ গণনা চালু করেছে। এই পরিবর্তনের মাধ্যমে কনটেন্ট নির্মাতারা আরও স্বচ্ছভাবে তাঁদের কাজের প্রভাব মূল্যায়ন করতে পারবেন।

কনটেন্ট ভিউসের মেট্রিকস নিয়ে ইলন মাস্কের নেতৃত্বে টুইটারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মেটা আশা করছে, ফেসবুকের এই নতুন পদক্ষেপ কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর জন্য কৌশলগত পরিবর্তনের সুযোগ তৈরি করবে।
সূত্র: দ্য ভার্জ