বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

এশিয়ার প্রাচীনতম উৎসবে মেহজাবীন চৌধুরী

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
৪:২৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। তবে বছর কয়েক ছোট পর্দা থেকে দূর ছিলেন তিনি। অভিনয় করেছেন বড় পর্দার জন্য। এরইমধ্যে শেষ করেছেন দুটি সিনেমা। সিনেমাগুলি দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়েছেন। সাফল্যর পালকও লেগেছে সিনেমায় গায়ে। যার একটি ‘সাবা’ আরেকটি প্রিয় মালতী।

জানা গেছে, এশিয়া মহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী উৎসব ’ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (ইফি) ৫৫ তম আসরে ’প্রিয় মালতী’ পেয়েছে অফিসিয়াল সিলেকশন। অর্থাৎ, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সিনেমাটি। ইফির ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে দেশের ‘প্রিয় মালতী।

ভারতের গোয়ায় উৎসবের পর্দা উঠবে ২০ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে পানজিম অডিটোরিয়াম-৪ এ ২৭ নভেম্বর প্রদর্শনী রয়েছে সিনেমাটির। অফিসিয়াল সিলেকশনের তথ্যটি ওয়েব সাইটে নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। তালিকায় বিভিন্ন দেশের ৭১টি সিনেমা রয়েছে। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী । ‘প্রিয় মালতী’ সিনেমাটি ইফিতে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক। উপমহাদেশের গুরুত্বপূর্ণ উৎসবে ’প্রিয় মালতী’ যুক্ত হওয়ায় আনন্দিত তিনি।

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। এদিকে, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ’ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে ’প্রিয় মালতী’। উৎসবটি ১৩ নভেম্বর শুরু হয়েছে কায়রোতে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে উৎসবে যোগ দিয়েছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত, অন্যতম প্রযোজক আদনান আল রাজিব, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক ও অভিনেত্রী মেহবাজীন চৌধুরী।