নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমন্বয়ে যৌথ সভাকর্মী হয়।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে জেলার সকাল বাজার জগবন্ধু ঈদগাহ মাঠে যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মাধ্যমে তাদের মন জয়ের নির্দেশনা দিয়েছেন। আমাদের সবাইকে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে। জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের সাবধান করে তিনি বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু তার দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রেখে গেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নুরুল ইসলাম নয়ন বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। এ কারণেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দেশব্যাপী আমাদের গণসংযোগ চলছে।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় যৌথ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
এছাড়া যৌথ কর্মী সভায় জেলা, উপজেলা ও পৌর শাখার সকল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।