বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আইপিএল মেগা নিলামের বিশদ রিপোর্ট: কে পেল জায়গা, কে রইল অবিক্রিত

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৪
২:৫৪ অপরাহ্ণ

দুই দিনের জমকালো নিলামের পর আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। ১৮২ জন খেলোয়াড় কিনতে খরচ হয়েছে ৬৩৯.১৫ কোটি রুপি। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন এবং ৩৯৫ জন খেলোয়াড় অবিক্রিত রয়ে গেছেন। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ও বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি কোনো আগ্রহ দেখায়নি কোনো দল।

নিলামের গুরুত্বপূর্ণ মুহূর্ত:

  • ঋষভ পান্ত: আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে নিলামে জায়গা পেয়েছেন।
  • বৈভব সূর্যবংশী: মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে জায়গা করে নিয়ে নজির গড়েছেন।
  • মুস্তাফিজুর রহমান: গত আসরে ভালো পারফর্ম করা সত্ত্বেও এবার কোনো দল আগ্রহ দেখায়নি।

দলগুলোর স্কোয়াডের হালচাল:

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর):
রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনসহ পুরনো তারকাদের ধরে রেখেছে। নতুন সংযোজন হিসেবে এনেছে কুইন্টন ডি’কক ও উমরান মালিককে।

চেন্নাই সুপার কিংস (সিএসকে):
ধোনির নেতৃত্বে রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়দের রিটেন করে এনেছে স্যাম কারেন ও খলিল আহমেদের মতো খেলোয়াড়।

দিল্লি ক্যাপিটালস (ডিসি):
অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের ধরে রেখে মিচেল স্টার্ক ও লোকেশ রাহুলকে দলে টেনেছে।

গুজরাট টাইটান্স (জিটি):
শুভমান গিল ও রশিদ খানকে রিটেন করে জস বাটলার ও কাগিসো রাবাদাকে দলে যোগ করেছে।

লখনৌ সুপার জায়ান্টস (এলএসজি):
ঋষভ পান্ত, ডেভিড মিলার, ও শাহবাজ আহমেদের মতো তারকাদের এনেছে।

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই):
রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহর পাশাপাশি উইল জ্যাকস ও ট্রেন্ট বোল্টকে স্কোয়াডে রেখেছে।

পাঞ্জাব কিংস (পিবিকেএস):
যুজবেন্দ্র চাহাল ও মার্কাস স্টোইনিসের মতো খেলোয়াড়দের দলে নিয়েছে।

রাজস্থান রয়্যালস (আরআর):
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনের সঙ্গে জফরা আর্চার ও মাহিশ থিকসানাকে যুক্ত করেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি):
বিরাট কোহলির সঙ্গে জশ হ্যাজেলউড, ফিল সল্ট ও লিয়াম লিভিংস্টোন দলে।

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ):
প্যাট কামিন্স ও হেনরিখ ক্লাসেনের মতো তারকাদের দলে এনেছে।

এবারের আইপিএলে নতুন ইতিহাস গড়া ও চমকের অপেক্ষায় রয়েছে ভক্তরা। নিলামের প্রভাব মাঠে কতটা পড়বে, সেটাই এখন দেখার বিষয়।