বিগত ১৫ বছর ধরে দেশে দমন-পীড়ন চালানো স্বৈরাচারী সরকারের পতনের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ডিসেম্বর) খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আওয়ামী শাসনামলে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। খুন, গুম, এবং মানুষের শান্তি কেড়ে নিয়ে দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছিল। আল্লাহর রহমতে সেই জুলুমের হাত থেকে দেশবাসী মুক্তি পেয়েছে।”
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইনও বক্তব্য রাখেন। তারা বলেন, “দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। কৃষি ও শিল্পখাতকে গুরুত্ব দিয়ে দেশ গড়ে তোলার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।”
জামায়াতের আমির আরও বলেন, “দেশ এখনো ১৫ বছরের জঞ্জালমুক্ত হয়নি। জেল-জুলুম, খুন ও গুমের শিকার হওয়া মানুষদের জন্য শান্তিকামী উদ্যোগ প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রভুত্ব নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশের সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করেছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে জনগণ তাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে এর জবাব দিয়েছে।”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা, যারা জনগণের স্বার্থে কাজ করার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের জন্য নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এর আগে, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সমাবেশে ডা. শফিকুর রহমান মহিলাদের অধিকার ও তাদের সামাজিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।