বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কম্বল বিতরণ করলেন মোস্তফা জামান

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৫
৭:০২ অপরাহ্ণ

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান কম্বল বিতরণ করেছেন।

সিরাজগঞ্জের সয়াধানগড়া উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. সেলিম, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, ফরহাদ সেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার ও সদস্য সোহেল রানা হামিদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. মাহমুদুল ইসলাম, বিশ্ব বাংলা সাহিত্যিক সম্পাদক রিয়াল রোমেল, পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মো. বুলবুল, আব্দুল বাছেদ, আবু সামা, আলম সেখ, স্বপন, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন ও হারুনর রশীদ হারুন।