বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আলোচিত সংবাদ: উন্নয়ন প্রকল্পে ৩ লাখ কোটি টাকা লুটপাটসহ দেশজুড়ে নানা সংকট

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১, ২০২৪
৩:৫১ অপরাহ্ণ
উন্নয়ন প্রকল্পে লুটপাট:

আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে প্রায় ৭ লাখ ২০ হাজার কোটি টাকার এডিপি ব্যয়ের মধ্যে প্রায় ৩ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। অর্থনীতির শ্বেতপত্রে দুর্নীতি, অপচয় ও অনিয়মের এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।

মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার:
ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রয়োগের ঘটনায় রোগীর অবস্থার অবনতি। তদন্তে এই অনিয়মের প্রমাণ মিলেছে।

ডিএমপিতে মামলার ধীরগতি:
ঢাকা মহানগর পুলিশে বর্তমানে ৮৪৮০টি মামলার তদন্ত চলমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাগুলো ছাড়া বাকিগুলোর অগ্রগতি ধীর।

ভারতের সঙ্গে সম্পর্ক:
সরকার পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন চলছে। সীমান্ত সমস্যা ও আমদানি-রপ্তানিতে প্রভাব পড়েছে।

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি:
কবর দেওয়ার জন্য নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে একটি সিন্ডিকেট। প্রতিদিন গড়ে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ।

ব্যাংক খাতে সংকট:
নতুন নিয়মে খেলাপি ঋণের সংজ্ঞা কঠোর হওয়ায় ব্যাংক খাতের সংকট আরও বেড়েছে। এতে বিনিয়োগযোগ্য তহবিল হ্রাস পাচ্ছে।

পাসপোর্ট জটিলতায় প্রবাসীরা:
বাংলাদেশি কর্মীদের তিনটি বড় শ্রমবাজারে পাসপোর্ট জটিলতায় প্রায় দেড় লাখ প্রবাসী বৈধতার সংকটে পড়েছেন।

নদী দূষণ:
পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে বুড়িগঙ্গা, তুরাগসহ দেশের নদীগুলোর মরণদশা। সমুদ্রে মাছের চেয়ে পলিথিনের পরিমাণ বাড়ছে।

এছাড়া উল্লেখযোগ্য সংবাদ:

  • সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা।
  • দুর্বল ব্যাংককে টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন।
  • হাইকোর্টে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামিদের রায়ের অপেক্ষা।
  • প্রবীণদের জন্য স্থাপিত শান্তিনিবাস অকেজো পড়ে থাকার অভিযোগ।