১৯৯৭ সালের সুপারহিট সিনেমা ‘ইশক্’ থেকে বাদ পড়েছিলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন। অজয় দেবগণ, আমির খান, কাজল, এবং জুহি চাওলার অভিনীত এই ছবিতে অমিতাভের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল।
তবে, পরিচালক ইন্দ্র কুমার এবং অমিতাভ বচ্চনের প্রোডাকশন হাউজ এবিসিএলের আর্থিক দ্বন্দ্বের কারণে সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়। এ নিয়েই পরিচালক ইন্দ্র কুমার তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
মজার বিষয় হলো, ছবির জন্য বিগ বি-র অনুকরণে রেকর্ড করা ‘মিস্টার লোভা লোভা’ গানটি পরে জনি লিভারের অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। ‘ইশক্’ সেই বছরের বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল।