বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানে সিপিডির ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের প্রশংসা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১, ২০২৪
৪:০০ অপরাহ্ণ

সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানে মনন সৃষ্টিতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা তার ভিডিও বার্তায় এ কথা বলেন। সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সিপিডির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

মূল পয়েন্ট:

  • সিপিডির ৩০ বছরের অবদান গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য।
  • সাম্প্রতিক ছাত্র আন্দোলনে গবেষণা ও নীতি সংলাপ আয়োজন করে সিপিডি ভূমিকা রেখেছে।
  • প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও সিপিডি দেশের কল্যাণে অবদান রাখবে।