পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এই মর্মান্তিক ঘটনা গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোরে ঘটে।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মরদেহে হাসপাতাল ও মর্গ পূর্ণ হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, “মর্গের স্থান না থাকায় মরদেহগুলো হলওয়েতে রাখা হয়েছে। এই ঘটনায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন।”