বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে পরীক্ষামূলক জিরা চাষ শুরু

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
১০:২২ অপরাহ্ণ

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জঃ

জিরা একটা অত্যন্ত জনপ্রিয় মসলা। নাতিশীতোষ্ণ এবং শুষ্ক আবহাওয়া জিরা চাষের জন্য উপযোগী বিধায় বাংলাদেশে শীতকালে জিরা চাষ সম্ভব। সঠিক পরিচর্যায় সহজেই হেক্টরপ্রতি ৬০০ থেকে ৮০০ কেজি জিরার ফলন পাওয়া সম্ভব। সুনিষ্কাশিত উর্বর, গভীর এবং বেলে দোঁআশ মাটি জিরা চাষের জন্যে উত্তম। মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বিস্তর গবেষণার মাধ্যমে কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার জাত আবিষ্কার সম্ভব হয়েছে।

এবার সিরাজগঞ্জের মাটিতে প্রথমবারের মত ব্যক্তিগত উদ্যোগে জিরা চাষ শুরু করেছেন এই জেলার কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত, বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামারের উদ্যোক্তা মাহবুবুল ইসলাম পলাশ।

বাজার ভদ্রঘাট এলাকায় নিজ খামারের ১০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে বারি ১ জাতের জিরা চাষের জন্য ইতিমধ্যে ৪০০ গ্রাম জিরা রোপন করেছেন। প্রায় ৯০-১১০ দিন সময়ের মধ্যে জিরা মারাই করার উপযুক্ত হবে। সফলতা পেলে চাষের পরিধি বাড়াবেন বলে জানান তিনি।

ইতিমধ্যে মসলা গবেষণা কেন্দ্রের সহযোগিতায় বগুড়া, নওগা ও ঝিনাইদহ জেলায় পরীক্ষামূলকভাবে জিরা চাষ শুরু হয়েছে, তবে বাণিজ্যিকভাবে এখনও বাজারে আসেনি। দেশে যে পরিমাণ জিরার চাহিদা তার পুরোটাই আমদানি করতে হয়। জিরা চাষে সফলতা আসলে আমদানি নির্ভরতা অনেকাংশে কমবে বলে আশা করা যায়।