বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদের জামিন আবেদন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩, ২০২৪
১০:৫১ পূর্বাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ আপিল বিভাগের কাছে জামিন আবেদন করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানি আগামী ১২ ডিসেম্বর নির্ধারণ করেছেন। শুনানিতে আসামির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান ও প্রসিকিউশনের পক্ষে গাজী এম এইচ তানিম উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ আরো কয়েকজনের জামিন আবেদন আপিল বিভাগ নাকচ করে দেয়। তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অন্যান্য আসামির মধ্যে আছেন মো. হরমুজ আলী, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।