দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং ও ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে যুব টাইগাররা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান মাত্র ১১৬ রানে অলআউট হয়। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ২৪ রানে ৪ উইকেট শিকার করেন, মারুফ মৃধা নেন ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। ২০ রানে ওপেনার কালাম সিদ্দিকী শূন্য রানে আউট হন। অন্য ওপেনার জাওয়াদ আবরার করেন ১৭ রান। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় টাইগাররা। তামিম মাত্র ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। শিহাব জেমসের সঙ্গে তার ৫৭ রানের জুটি জয় নিশ্চিত করে দেয়।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ। বল হাতে আলি রাজা, আবদুল সুবহান ও নাভিদ আহমেদ খান একটি করে উইকেট নেন।
এ জয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। তারা ফাইনালে লড়াই করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যা দেশের যুব ক্রিকেটের সাফল্যের ধারাবাহিকতা প্রমাণ করে।