ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবারও বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেছেন, “আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা কলকাতা দখল করতে রওনা দিয়েছে।” যদিও বাংলাদেশে হাতে টানা রিকশার অস্তিত্ব নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এবং নিউজ-১৮ জানিয়েছে, শুভেন্দু অধিকারী এক সভায় বক্তৃতা দেওয়ার সময় বাংলাদেশকে কটাক্ষ করে বলেন, “ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায়। আওয়াজ দিলেই না, ওখান থেকে প্যান্টে বাথরুম হয়ে যাবে।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশে হাতে টানা রিকশা না থাকার বিষয়টি উল্লেখ করে অনেকেই তার বক্তব্যের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু। সম্প্রতি তিনি বলেছিলেন, “ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে।” এছাড়া তিনি বাংলাদেশে ময়লা ফেলার এবং আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি দিয়েও সমালোচিত হয়েছেন।
তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর এই বক্তব্য নিয়ে সমালোচনা করে বলেন, “বাংলাদেশের বিষয়ে এমন মন্তব্য করা উচিত নয়, যা রাজ্যে খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়।”
শুভেন্দু অধিকারীর মন্তব্য বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনৈতিক মহলে হাস্যকর হিসেবে বিবেচিত হয়েছে। তার বক্তব্যকে “বাস্তবতা বিবর্জিত” এবং “উস্কানিমূলক” বলে অভিহিত করেছেন অনেকে।
শুভেন্দু অধিকারীর এই ধরনের বিতর্কিত মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, দায়িত্বশীল পদে থাকা নেতাদের আরও সংযত ও বাস্তবভিত্তিক মন্তব্য করা উচিত।