শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১২, ২০২৪
১১:৪২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান বর্বর হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে গাজায় নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় আহত হয়েছেন এক লাখেরও বেশি ফিলিস্তিনি। বুধবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

অব্যাহত হামলায় ভয়াবহ ক্ষতি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৯ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজার ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষিত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও, ইসরায়েল গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। হামাসের ৭ অক্টোবরের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল বিমান ও স্থল হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয়

ইসরায়েলি আক্রমণে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, এই আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট চলছে, এবং গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ

গাজার অবরুদ্ধ পরিস্থিতি ও মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।