দীর্ঘ ১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। শনিবার (১৪ ডিসেম্বর) এই দূতাবাসে তুর্কি পতাকা উত্তোলন করা হয়েছে, যা তুরস্ক এবং সিরিয়ার সম্পর্কের নতুন একটি অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
২০১২ সালে সিরিয়ায় সংঘর্ষের কারণে তুরস্ক তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করে। তবে ১৪ ডিসেম্বর, ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগলুকে নিয়োগ দেওয়ার পর দামেস্কে তুরস্কের দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত বৃহস্পতিবার কোরোগলুকে নতুন দায়িত্ব প্রদান করেন। দামেস্কের রাওদা স্কয়ার এলাকায় অবস্থিত এই দূতাবাসটি অন্যান্য অনেক দেশের কূটনৈতিক মিশনের পাশেই রয়েছে। তুরস্ক ২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আসাদ সরকারের সহিংস দমন-পীড়নের পর তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছিল। এরপর ২৬ মার্চ ২০১২ থেকে দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবার তুরস্কে ফিরে যান।
এদিকে, এই মাসের শুরুর দিকে বাশার আসাদ সরকারের পতনের পর ইস্তাম্বুলে সিরিয়ার কনস্যুলেট জেনারেল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ এই বিষয়ে মন্তব্য করে বলেন, “১২ বছর পর দামেস্কে আমাদের দূতাবাসে কার্যক্রম শুরু করার মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত। এটি সিরিয়ার স্থিতিশীলতা এবং শান্তি ও সহযোগিতার দিকে একটি দৃঢ় পদক্ষেপ।”
ইলমাজ আরও আশা প্রকাশ করেন, এই কূটনৈতিক সম্পর্ক তুরস্কের মাধ্যমে সিরিয়ার জনগণের জীবন স্বাভাবিককরণ এবং দেশটির অর্থনৈতিক ও অবকাঠামোগত পুনর্গঠনে সাহায্য করবে।