শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইসরায়েলি বর্বর হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৫, ২০২৪
৩:৪৪ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৪,৯৩০ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আহত হয়েছেন এক লাখ ৬ হাজার ৬২৪ জনেরও বেশি।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণের ফলে, আরও অন্তত ১০ হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, এবং অনেকেই উদ্ধারকারী দলদের পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন।

গাজার অবরুদ্ধ অবস্থায়, ঘর-বাড়ি ধ্বংস হওয়ায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি এখন বাস্তুচ্যুত, এবং খাদ্য, পানির এবং ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েল ইতোমধ্যে গণহত্যার অভিযোগের মুখে পড়েছে।