যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৯৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় ইকে ৫৮৪ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায়। এতে সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে বাংলাদেশ সরকার।
পূর্বের প্রত্যাবাসন:
এ পর্যন্ত ১৭টি ফ্লাইটে মোট ১,১৪২ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সহায়তা:
প্রত্যাবাসিত প্রত্যেককে ৫ হাজার টাকা হাতখরচ, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে আইওএম।