বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আসাম-ত্রিপুরা দখলের পক্ষে মন্তব্য:
এক প্রশ্নে ড. ইউনূসের ঘনিষ্ঠ একজন ব্যক্তির বিতর্কিত বক্তব্য নিয়ে জানতে চাইলে মিলার জানান, তিনি এ ধরনের মন্তব্য সম্পর্কে অবগত নন এবং প্রসঙ্গ বিবেচনায় না নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না।
গণমাধ্যমের স্বাধীনতা:
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন, “বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত। আমরা সবসময় বাংলাদেশের সরকারকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে আসছি। গণমাধ্যমের স্বাধীনতা আইন ও শাসনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বজায় রাখা উচিত।”
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা সংকট:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়া এবং রোহিঙ্গা সংকট নিয়ে মিলার বলেন, “আমরা এ বিষয়ে গভীরভাবে নজর রাখছি। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের উদারতা প্রশংসনীয়। আমরা রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব।”
জাতীয় নির্বাচনের সময়কাল:
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান মিলার।