ভারতের সংবিধানের অন্যতম রূপকার এবং কংগ্রেস নেতা ড. ভীমরাও আম্বেদকরকে অবমাননা করার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মন্ত্রিসভা থেকে অপসারণের আল্টিমেটাম দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
কংগ্রেস সভাপতির বক্তব্য:
মল্লিকার্জুন খাড়্গে বলেন, “আজ রাত ১২টার মধ্যে যদি অমিত শাহকে মন্ত্রিসভা থেকে অপসারণ না করা হয়, তাহলে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। অমিত শাহের ক্ষমা চাওয়া এবং পদত্যাগ ছাড়া জনগণ শান্ত হবে না।”
তিনি আরও বলেন, “বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে মন্তব্য করার পর অমিত শাহের মন্ত্রিসভায় থাকার ন্যূনতম অধিকার নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আম্বেদকরের প্রতি প্রকৃত শ্রদ্ধাশীল হন, তবে তাকে অবশ্যই শাহকে অপসারণ করতে হবে।”
অমিত শাহের বিতর্কিত মন্তব্য:
মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে ভারতের সংবিধান নিয়ে বিতর্কের সময় অমিত শাহ বলেন, “আম্বেদকরের নাম নেওয়া এখন একটি হুজুগ বা ফ্যাশনে পরিণত হয়েছে। সবসময় আম্বেদকর, আম্বেদকর চলছে। এতবার কেউ ভগবানের নাম নিলে তার স্বর্গবাস হয়ে যেত।”
কংগ্রেসের প্রতিক্রিয়া:
অমিত শাহের এ মন্তব্যের পর কংগ্রেসের আইনপ্রণেতারা সংসদে তীব্র প্রতিবাদ জানান। তাদের হট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন পণ্ড হয়ে যায়।
কংগ্রেস সভাপতি বলেন, “বিজেপি সংবিধানে নয়, বরং প্রাচীন মনুস্মৃতিতে বিশ্বাস করে। অমিত শাহের মন্তব্য প্রমাণ করে, বিজেপি দলিত ও সংবিধান প্রণেতাদের মর্যাদা রক্ষা করতে চায় না। এটি অত্যন্ত আপত্তিকর এবং ক্ষমার অযোগ্য।”
পরিস্থিতির গুরুত্ব:
অমিত শাহের বক্তব্য কংগ্রেসের জন্য নতুন রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। কংগ্রেসের দাবি, বিজেপি আম্বেদকরের আদর্শকে অপমান করছে এবং দলিত সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাহীন।