শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভয়াবহ আঘাতে মাঠ ছাড়লেন পিএসজির গোলরক্ষক দোন্নারুমা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৪
২:১৭ অপরাহ্ণ

ফরাসি ক্লাব ফুটবলে শারীরিক সংঘাতের প্রবণতা নতুন কিছু নয়। এরই ধারাবাহিকতায় মোনাকোর বিপক্ষে ম্যাচে ভয়াবহ ফাউলের শিকার হলেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা, যার ফলে মুখে গভীর ক্ষত নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল মুখোমুখি হয় পিএসজি ও মোনাকো। ম্যাচের শুরুতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ত্রয়োদশ মিনিটে মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে ডি-বক্সে ঢোকার চেষ্টা করেন। শট নেওয়ার আগেই বল ঠেকাতে এগিয়ে যান দোন্নারুমা। ঠিক তখনই সিনগো লাফিয়ে উঠলে, তার বুটের কাটা দোন্নারুমার মুখে আঘাত করে। তৎক্ষণাৎ তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে, এবং চিকিৎসা দেওয়ার জন্য খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়।

দোন্নারুমার আঘাত গুরুতর হওয়ায় তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এবং তার স্থানে মাতভেই সোফানোকে নামানো হয়। মুখের ক্ষত বন্ধ করতে প্রায় ১০টি স্ট্যাপল ব্যবহার করা হয়। তবে এই গুরুতর ফাউল করার পরও সিনগো কোনো লাল কার্ড দেখেননি। এর আগে হলুদ কার্ড পাওয়া এই ফুটবলারের এমন কাণ্ড নিয়ে সমালোচনা করেছেন পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস। তিনি বলেন, “এমন পরিস্থিতিতে লাল কার্ড না দেখানোটা খুবই বড় সিদ্ধান্ত। রেফারি এবং ভিএআরের হস্তক্ষেপ প্রয়োজন ছিল।”

তবে এই চোট সত্ত্বেও পিএসজি ৪-২ ব্যবধানে মোনাকোকে হারিয়ে জয় তুলে নেয়। ম্যাচ শেষে ক্লাব থেকে জানানো হয়, দোন্নারুমাকে চিকিৎসার জন্য প্যারিসে ফিরিয়ে আনা হয়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ করতে আজ (শুক্রবার) মেডিক্যাল পরীক্ষা করা হবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।

এই ঘটনায় ক্লাব ফুটবলে অতিরিক্ত শারীরিক খেলাধুলার প্রবণতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে দোন্নারুমার মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার সমর্থকেরা।