শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে টাইগারদের রেকর্ডবিস্ময়কর জয়

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২০, ২০২৪
২:২২ অপরাহ্ণ

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ক্রিকেট দল রচনা করল নতুন ইতিহাস। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের দেশে গিয়ে এ জয় কেবল প্রতিশোধ নয়, স্মরণীয় রেকর্ডেরও সাক্ষী।

গৌরবময় রেকর্ডগুলো:

তিন ম্যাচের হোয়াইটওয়াশ:
২০১২ সালে আয়ারল্যান্ডের পর এই প্রথম বাংলাদেশ কোনো প্রতিপক্ষকে তাদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল। এর আগে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডই কেবল ক্যারিবীয়দের এ স্বাদ দিয়েছিল।

৩৪ ছক্কার মাইলফলক:
২০২৪ সালে তিন ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছেন জাকের আলি। তার ৩৪টি ছক্কা পেছনে ফেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের ৩০টি (২০১৮) এবং আফতাব আহমেদের ২৯টি ছক্কাকে (২০০৬)।

৮০ রানের জয়:
টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মধ্যে এটি সবচেয়ে বড় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জয় ছিল ৭৩ রানে।

১০৯ ম্যাচ হার:
টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ১০৯ ম্যাচ হারার রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের দখলে। এ জয় দিয়ে বাংলাদেশ নিজেদের বাজে রেকর্ড থেকে মুক্তি পেয়েছে।

শেষ ওভারের রেকর্ড:
জাকের আলি অনিক মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়েছেন। তার ২৪ রানের ইনিংসটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে শেষ ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।

টি-টোয়েন্টিতে শেষ ওভারে টাইগারদের সেরা ইনিংস:

২৪ রান – জাকের আলি অনিক (২০২৪, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)

২০ রান – মাশরাফি বিন মর্তুজা (২০০৯, আয়ারল্যান্ডের বিপক্ষে)

২০ রান – ইয়াসির আলি রাব্বি (২০২২, পাকিস্তানের বিপক্ষে)

লিটন দাসের নেতৃত্বে টাইগারদের এই দুর্দান্ত পারফরম্যান্স দেশীয় ক্রিকেটে উজ্জ্বল অধ্যায় যোগ করল।