নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সুপার ফোরে নেপালকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
আজ (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে নেপালের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ১১ ওভারে সংক্ষিপ্ত করা হয়। আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের বোলাররা অসাধারণ পারফর্ম করেন। নেপালকে ১১ ওভারে ৮ উইকেটে মাত্র ৫৪ রানে আটকে দেন তারা।
৫৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন বাংলাদেশের ওপেনাররা। ফাহমিদা ছোঁয়া ও ইভা মিলে গড়েন ৪৬ রানের উদ্বোধনী জুটি। ইভা ১৮ রান করে আউট হলেও ফাহমিদা ছোঁয়া অপরাজিত ২৬ রান করেন এবং দলকে জয় এনে দেন। তিন নম্বরে নামা সুমাইয়া আক্তার খেলেন মাত্র ৬ বলে ১০ রানের ঝোড়ো ইনিংস। ৭ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এ জয়ে বাংলাদেশের মেয়েরা ফাইনালে ভারতের মুখোমুখি হবে। টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে থাকা লাল-সবুজের দল শিরোপা জেতার জন্য আত্মবিশ্বাসী।