বিশেষ প্রতিনিধিঃ
ইসলাম ও বিজ্ঞান শিক্ষার সমন্বিত সর্বাধুনিক ব্যতিক্রমী প্রতিষ্ঠান হাইসাম বিজ্ঞান মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হয়েছে৷
শনিবার (২১ ডিসেম্বর) সকাল দশটায় সিরাজগঞ্জ শহরের মাসুমপুর এলাকায় মাদ্রাসা ক্যাম্পাসের হল রুমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ড.কামরুল ইসলাম পারভেজ।
তিনি ইসলাম ও বিজ্ঞান শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার সাফল্য কামনা করে বলেন, আল কুরআনের দিকনির্দেশনার উপর ভিত্তি করে মুসলিম বিজ্ঞানীগণ মানবতার কল্যাণে অনেক কাজ করেছেন। যেমন চিকিৎসার ইবনে সিনা, গণিতে আল খারেজমী, পদার্থে হাসান ইবনুল হাইসাম , রসায়নে হাবির ইবনুল হাইয়্যান প্রমুখ বিজ্ঞান গবেষণায় বিশ্ববিখ্যাত হয়েছেন।
এসময় ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার বোর্ড অব ডিরেক্টরস চেয়ারম্যান ড.এম এ সবুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. শফিউল ইসলাম, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা.নাজমুল হক, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান, সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আব্দুল হাই, ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার বোর্ড অব ডিরেক্টরসের এমডি রাশেদুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান এ্যাড ইমরান তালুকদার, আর্কিটেক্ট মাসুদুর রহমান।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক কবুতর উড়িয়ে ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। বক্তব্য শেষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।