শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্টাম্পে লাথি মেরে বিতর্কে হেনরিখ ক্লাসেন, পেয়েছেন শাস্তি

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৪
২:৪৮ অপরাহ্ণ

 

ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসানের স্টাম্পে লাথির ঘটনা স্মরণ করিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। তবে ক্লাসেনের এই আচরণ ঘটেছে আন্তর্জাতিক মঞ্চে এবং নিজের আউটের পর মেজাজ ধরে রাখতে না পেরে।

বৃহস্পতিবার কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই ঘটনা ঘটে। ৩২৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্লাসেন ছিলেন দলের একমাত্র ভরসা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৪ বলে ৪ ছক্কা ও ৮ চারের মাধ্যমে দুর্দান্ত ৯৭ রান করেন তিনি। কিন্তু ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের পুল শটে ক্যাচ তুলে দিয়ে আউট হন।

নিজের আউট মেনে নিতে না পেরে স্টাম্পে লাথি মারেন ক্লাসেন। মাঠে এই আচরণ আম্পায়ারদের নজর এড়ায়নি। পরে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের তদন্তে আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে ক্লাসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তার নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

এই ঘটনায় বিতর্কের জন্ম হলেও পাকিস্তান অনবদ্য পারফরম্যান্সের ধারাবাহিকতায় ম্যাচটি ৮১ রানে জিতে নেয়। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে সফরকারী পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আগামী রোববার জোহানেসবার্গে।