বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মাদক কান্ড নিয়ে যা বললেন তানজিন তিশা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪
৯:২১ পূর্বাহ্ণ

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন, সম্প্রতি মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আলোচনা এবং সমালোচনার মধ্যে পড়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে তার নাম উঠে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে, সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিন তিশা এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যেখানে মাদক সম্পর্কিত নিউজের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে, যাচাই-বাছাই না করে, সত্য-মিথ্যা না জেনে নিউজ করবেন না।”

তিনি আরও বলেন, “মাঝেমধ্যে যখন একজন শিল্পীর সম্পর্কে কিছু লেখা হয়, তখন একবার ভাবুন, একজন শিল্পীর পেশার পেছনে তার ব্যক্তিগত জীবনও রয়েছে। তার পরিবার, বাবা-মা, ভাই-বোন আছে।” তিশা এই মন্তব্যের মাধ্যমে সাংবাদিকদের প্রতি এক ধরনের আবেদন জানিয়েছেন, যাতে তারা ব্যক্তিগত জীবনের উপর ভিত্তি করে নেগেটিভ খবর না ছড়ায়।

অবশেষে, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিন তিশা তার বাবাকে স্মরণ করে বলেন, “তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তবে এখন এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমি মনে করি, যদি বাবা বেঁচে থাকতেন, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি কখনো আমার বাবাকে কোনও অ্যাওয়ার্ড উৎসর্গ করি নি, কিন্তু আজ এই অ্যাওয়ার্ড আমি আমার বাবার জন্য উৎসর্গ করলাম।”