বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কোথায় সবার আগে নতুন বছর শুরু হবে এবং সবার শেষে?

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০২৪
১:০৩ অপরাহ্ণ

প্রথমে নতুন বছর শুরু হবে কিরিমাতি দ্বীপে, যেটি প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ এবং মানুষের বসবাস নেই। এই দ্বীপটি গ্রিনিচ মান সময় (জিএমটি) থেকে ১৪ ঘণ্টা এগিয়ে, যার ফলে সবার আগে এখানেই ২০২৪ সাল শুরু হবে এবং শেষও হবে।

অপরদিকে, তোঙ্গা, নিউজিল্যান্ড এবং সামোয়া, পূর্ব অস্ট্রেলিয়া এবং মধ্য অস্ট্রেলিয়ার চেয়ে আগে নতুন বছর উদযাপন করবে। তবে সবচেয়ে শেষে নতুন বছর শুরু হবে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কাছাকাছি অবস্থিত বাকার এবং হাউল্যান্ড দ্বীপে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নতুন বছর শুরু হওয়ার সময় ভিন্ন হয়। দেশের পশ্চিম প্রান্তের অঞ্চলগুলোতে সবার শেষে নতুন বছর উদযাপন করা হয়। এমনকি ওয়াশিংটন ডিসি হবে সেসব জায়গার একটি যেখানে ২০২৫ সাল সবার শেষে উদযাপিত হবে।