অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলো এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র নিয়ে আলোচনা করছে। তিনি জানান, সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ডকুমেন্ট তৈরি করবে, যাতে ছাত্রদের এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মতামত অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে ঘোষণাপত্র কীভাবে প্রকাশিত হবে এবং তার সময়সূচি নির্ধারণ করা হবে।
উপদেষ্টা আরও জানান, ৫ আগস্টের পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, যার বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নেবেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির সময়সীমা ছিল, তবে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে ঘোষণাপত্রের সময়সীমা সামান্য বাড়ানো হতে পারে।