শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আগামী মাসে পাঠ্যপুস্তক সবার হাতে পৌঁছাবে: শফিকুল আলম

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫
৭:৩৪ অপরাহ্ণ

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী মাসের মধ্যে সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাবে। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কাজ করছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম আরও বলেন, চট্টগ্রামে বর্ষার সময় জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয় এবং এর দ্রুত সমাধানে সরকার নির্দেশনা দিয়েছে। তিনি জানান, ট্রাফিক সমস্যা নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে এবং সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।