ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ১০ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বকশীবাজার সড়ক থেকে সরে যান।
বুধবার দিবাগত রাত ১টার দিকে অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ শুরু করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিস্ফোরক মামলার শুনানি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের দাবি, মাদ্রাসা প্রাঙ্গণে আদালত বসানোর সিদ্ধান্ত তাদের শিক্ষা ও অন্যান্য কার্যক্রমকে ব্যাহত করছে।
বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীদের অবরোধের কারণে বকশীবাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট দেখা দেয়। পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্য এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে মোতায়েন ছিল।
পরবর্তীতে আদালতের বিচারক মাদ্রাসা প্রাঙ্গণ পরিদর্শন করেন। সুষ্ঠু পরিবেশের অভাবে তিনি আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মো. বোরহান উদ্দিন শিক্ষার্থীদের জানান, আপাতত এখানে আদালত বসানো হবে না এবং ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। বেলা সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের একজন, ওমর ফারুক, জানান, আদালতের কার্যক্রম মাদ্রাসার শিক্ষা ও অন্যান্য কার্যক্রমকে বিঘ্নিত করছিল। তবে এখন তারা আশ্বস্ত যে, ভবিষ্যতে মাদ্রাসা প্রাঙ্গণে আর আদালত বসানো হবে না।