বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়াল

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৫
১০:১৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা ১৫ মাসের হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই হামলায় আরও ৭০ জন নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬ জনে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৯ হাজার ৩৭৮ জন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংস হওয়া বাড়িঘরের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি দাবি সত্ত্বেও ইসরায়েল গাজায় তার নৃশংস অভিযান অব্যাহত রেখেছে।

৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েল গাজায় বিমান ও স্থল অভিযান শুরু করে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় ২০ লাখ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে থাকা মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। গাজার ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।