বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চার আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ‘বৃহত্তর ইসরাইল’ মানচিত্র প্রকাশ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৫
১০:২১ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশ—ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ‘বৃহত্তর ইসরাইল’ নামে একটি মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। এ মানচিত্র প্রকাশের পরই আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন দেশ এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ অঞ্চলকে ইসরাইলের অংশ হিসেবে দেখানো হয়। এ নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু-রুদেইনে বলেছেন, এই মানচিত্র আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি ইসরাইলের দখলদারি নীতি, অবৈধ বসতি স্থাপন এবং ধর্মীয় স্থানগুলোর অবমাননা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানান।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মানচিত্রকে উসকানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তারা ইসরাইলি পদক্ষেপকে জর্ডানের সার্বভৌমত্ব দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের অংশ বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় সতর্ক করেছে যে, এমন কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও ক্ষুণ্ন করবে।

সৌদি আরবও এই মানচিত্রকে চরমপন্থি দাবি হিসেবে প্রত্যাখ্যান করেছে। রিয়াদ বলেছে, এটি ইসরাইলের দখলদারি বাড়ানোর এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের সুস্পষ্ট প্রচেষ্টা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যে, এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সিরিয়া ও লেবাননের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও, মধ্যপ্রাচ্য জুড়ে এ ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন দেশ ইসরাইলের এই মানচিত্র প্রকাশকে তাদের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আক্রমণ হিসেবে দেখছে।