বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত রোগীদের মাঝে দাবা, লুডু এবং অন্যান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার উপস্থিত ছিলেন। তারা আহত রোগীদের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং খেলাধুলায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের উদ্দেশ্য ছিল আহত রোগীদের মানসিক স্বস্তি প্রদান করা এবং তাদের চিকিৎসার পাশাপাশি বিনোদনের সুযোগ তৈরি করা, যাতে তারা মেন্টাল ট্রমা থেকে কিছুটা মুক্তি পায়।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, ৭ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি তাদের সর্বাধুনিক চিকিৎসাসেবা এবং সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।