শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুবদল নেতা তরিকুলকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এক্সপ্রেসওয়ে অবরোধ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১১, ২০২৫
১:৩৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে তারা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় জড়ো হয়ে লিফলেট বিতরণ করেন এবং পরে পুরো এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন। প্রতিবাদকারীরা দাবি করছেন, থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে জোর করে ছিনিয়ে নেওয়ার ঘটনা এবং এর সাথে জড়িতদের বিচার করা উচিত।

গত শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে রাত ১০টার দিকে তাকে থানাহাজত থেকে বিএনপি নেতাকর্মীরা ছিনিয়ে নেন। এর পর পুলিশ জানিয়েছে, বিএনপি নেতারা তাকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, তারা তা ফেরত দেননি।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে।