বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়াল

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
১০:০৭ পূর্বাহ্ণ

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও ৩২ জন নিহত হয়েছেন। এর ফলে অক্টোবর ২০২৩ থেকে চলা এই আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৩৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ। শনিবার (১১ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলের তীব্র বোমা বর্ষণে ১৯৩ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালালেও ধ্বংসযজ্ঞের কারণে তা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এছাড়া ১০ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ বলে মনে করছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলের হামলা থামেনি। হামাসের ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজায় টানা বিমান এবং স্থল অভিযান চালাচ্ছে। এতে স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গাজার ৮৫ শতাংশের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের চরম সংকটের মুখে পড়া ফিলিস্তিনিরা মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক মহল গণহত্যার শামিল বলে আখ্যা দিয়েছে। ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের হয়েছে।