শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশে শনাক্ত হলো আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৫
৬:৫১ অপরাহ্ণ

চীনে আতঙ্ক সৃষ্টি করা হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন নারী, যিনি কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা। গত ১১ জানুয়ারি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এই তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত ওই নারী এইচএমপিভির পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। উল্লেখ্য, আক্রান্ত ব্যক্তি দেশেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার বিদেশে যাওয়ার ইতিহাস নেই। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, এই ভাইরাস দেশে অনেক আগেই ছিল এবং প্রতিবছর এর কয়েকটি ঘটনা ঘটছে।

বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাইরাসটি নতুন নয় এবং চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এর উপস্থিতি পাওয়া যায়। বাংলাদেশে এর আগে যখন পরীক্ষাগুলো করা হয়েছিল, তখন কয়েকজন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। এই ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি বা ভ্যাকসিন নেই, তবে চিকিৎসা উপসর্গ অনুযায়ী করা হয়।

চলতি বছরের শুরুর দিকে চীনে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় এবং পরবর্তীতে জাপান, মালয়শিয়া ও ভারতেও ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস ২০০১ সাল থেকেই বাংলাদেশে রয়েছে এবং মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাই করোনাভাইরাসের মতো ভয় পাওয়ার কিছু নেই।