বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় ইসরায়েলি হামলায় শিশুদের প্রাণহানি বেড়েই চলেছে, ১৬ মাসে নিহত ৪৬ হাজার

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১১:৫৯ পূর্বাহ্ণ

 

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যার ফলে গত ১৬ মাসে ফিলিস্তিনিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই সময়ের মধ্যে নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বিশেষ করে, গত পাঁচ দিনে গাজার অন্তত ৭০টি শিশু নিহত হয়েছে ইসরায়েলি হামলায়, যা আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

রোববার (১২ জানুয়ারি) আনাদোলু বার্তাসংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার সিভিল ডিফেন্স সার্ভিসের বরাতে, ইসরায়েলি হামলায় নিহত শিশুদের বয়স নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে এই হামলাগুলি গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে সংঘটিত হয়েছে। এই পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যাচ্ছে, যেখানে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল ৮ জানুয়ারি জানান, “গাজার শিশুরা নতুন বছরে আরও বেশি মৃত্যু ও দুর্ভোগের শিকার হচ্ছে।”

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে, যা স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবনকে ধ্বংস করেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী, এবং এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন।

ইসরায়েলের এই অভিযান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হলেও, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবেও ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে। ইতোমধ্যেই, ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।