যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের তিনটি স্থানে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যে, চলতি সপ্তাহে প্রচণ্ড বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে।
দমকল কর্মীরা তিনটি স্থান—পালিসেইডস, ইটন ও হার্স্ট—এ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে, পালিসেইডস এলাকায় সবচেয়ে বড় দাবানলটি প্রায় ২৩ হাজার একর এলাকা পুড়িয়ে ফেলেছে। ইটন এলাকায় দ্বিতীয় বৃহত্তম দাবানলটি প্রায় ১৪ হাজার একর পুড়ে গেছে। হার্স্ট এলাকায় ৭৯৯ একর পুড়ে গেলেও সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৬ জন নিখোঁজ ছিল। নিহতদের মধ্যে ১৬ জন ইটন এবং ৮ জন পালিসেইডস এলাকায় মারা গেছেন। দমকল কর্মীরা আশা করছেন, এই সপ্তাহে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এই পরিস্থিতিতে, স্থানীয় দমকল বিভাগ ও জাতীয় বাহিনী একযোগে কাজ করছে। সান ফার্নান্দো উপত্যকা ও নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি এলাকাও আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি, যারা বিপজ্জনক এলাকা থেকে সরানো হয়েছে, তাদের মধ্যে অন্তত ২৯ জনকে লুটপাটের জন্য আটক করা হয়েছে, তাদের মধ্যে দুইজন দমকল কর্মীও ছিলেন।
কর্তৃপক্ষ পুরো লস অ্যাঞ্জেলস শহরকে সতর্ক করে দিয়ে বলেছে, নতুন বাতাসের দাপটে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।