শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বেশকিছু রিসোর্ট পুড়ে ছাই

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
৮:৩৫ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত রিসোর্টগুলোর মধ্যে শায়রী, বিচ ভ্যালি এবং কিংশুক রিসোর্ট উল্লেখযোগ্য।

দ্বীপের বাসিন্দাদের দাবি, সেন্টমার্টিনে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের ক্ষতি হয়। তবে এখন পর্যন্ত কোনো পর্যটক বা স্থানীয় ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উন্নত মানের যন্ত্রপাতি বা পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ক্ষতির মাত্রা বেড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, দ্বীপের বর্জ্য সাধারণত বালিয়াড়িতে পোড়ানো হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।

সেন্টমার্টিনে পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা না থাকার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। এমন দুর্ঘটনা ভবিষ্যতে প্রতিরোধে স্থানীয় বাসিন্দারা দ্বীপে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জানিয়েছেন।