বহুল আলোচিত ছাগলকাণ্ডের সঙ্গে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী ও সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি। উল্লেখ্য, এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি, গত ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা দায়ের করে।
এই ঘটনা আলোচনায় আসে যখন কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে যান মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। এর পর থেকেই মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ হতে থাকে।
দুদকের অনুসন্ধানে জানা যায়, মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রয়েছে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট, তিনটি শিল্পপ্রতিষ্ঠান, এবং পিকনিক স্পট। এ ছাড়া তাদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবার হিসাব, এবং শেয়ারবাজারের বিও হিসাবও জব্দ করা হয়েছে।
এই ঘটনার পর থেকে মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদ এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।