পৌষ সংক্রান্তি উপলক্ষে নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারে এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী মাছের মেলা। এখানে দেশীয় ও সামুদ্রিক মাছের নানা প্রজাতি দিয়ে বাজারে চলে তীব্র বেচাকেনা। মেলায় বড় আকারের রুই, চিতল, কাতল, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্প, বোয়াল, পাবদা, শোল, গজার, তেলাপিয়া, আইড়সহ প্রায় ২০ প্রজাতির মাছ বিক্রি হচ্ছে।
মেলায় ২০ জন বিক্রেতা অংশ নিয়েছেন এবং মেলায় ১৩ কেজি ওজনের মাছও পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছও। লোকজন মাছের দাম হাঁকিয়ে কেনার জন্য উৎসুক হয়ে বাজারে ভিড় করছেন। ক্রেতা-ভুক্তির মুখে মেলা জমে উঠেছে।
মাছ কিনতে আসা ইলিয়াস হোসেন বলেন, “পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাসায় পিঠাপুলি তৈরি হয়, সেই সঙ্গে পছন্দের মাছ পেলে দারুণ হবে।” স্থানীয় বাসিন্দা কাউসার আহমেদ জানালেন, এই মাছের মেলা নোয়াখালীতে বিশাল আয়োজন, যা প্রতিবছর আয়োজন করলে ভালো হবে।
মাছ বিক্রেতা আব্দুজ জাহের বলেন, “এ বছর মেলা বড় আকারে হয়েছে এবং ব্যবসা ভালো।” আয়োজক মো. ওমর ফারুক জানিয়েছেন, “মাঘ মাসের ১ তারিখ উপলক্ষে এই মেলা আয়োজন করা হয়েছে এবং রাত ১০টা পর্যন্ত প্রায় ১০০ মণ মাছ বিক্রি হবে, যার দাম ২৫-৩০ লাখ টাকা হবে।”
এভাবে চলমান মাছের মেলা নোয়াখালীর স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছে, যা আগামী বছরেও অব্যাহত থাকার আশা করছেন আয়োজকরা।