ফ্রেশ নিউজ ডেস্ক:
দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তনি তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তনি পোস্টে লিখেছেন, সে আর নাই। আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে তিনি মারা যান। তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে মন্তব্যের ঘরে শোকবার্তা জানাচ্ছেন তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।
যদিও তাদের দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তার জবাবও দিয়েছেন তিনি। বর্তমানে ফ্যাশন হাউস (সানভিস বাই তনি) এর স্বত্বাধিকারী তনি।