চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নার্সের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্রাটেজি ২০২৪ প্রকাশের অনুষ্ঠানে তিনি জানান, নার্সদের ক্যারিয়ার পরিকল্পনার অভাব এবং সঠিক জনবলের সুষ্ঠু বণ্টনের ঘাটতি এই সমস্যার মূল কারণ।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “রংপুরের বাসিন্দা যদি সিলেট বা চট্টগ্রামে পোস্টিং পান, তাহলে কতদিন তিনি সেখানে কাজ করবেন? এভাবে কোনো সেক্টর চলতে পারে না।” তিনি নার্সদের ক্যারিয়ার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং স্বাস্থ্য খাতে মায়া, মমতা ও দায়িত্ববোধের গুরুত্ব উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও আলোচিত হয় অ্যানেসথেসিয়া চিকিৎসকের সংকট। নুরজাহান বেগম জানান, অ্যানেসথেসিয়া বিষয়ে শিক্ষার্থীরা আগ্রহী নয়, কারণ এই ক্ষেত্রে প্রসারের সুযোগ কম। তিনি সমস্যার গভীরে গিয়ে সমাধানের তাগিদ দেন এবং বলেন, “প্রণোদনার পাশাপাশি সামাজিক স্বীকৃতি দিতে হবে।”
বিশেষ অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, হেলথ ওয়ার্কফোর্স স্ট্রাটেজি ২০২৪ যেন সময়োপযোগী এবং বাস্তবমুখী হয়। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বায়োমেডিকেল টেকনোলজির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফরসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।