বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিদায় চিকিৎসাবিজ্ঞানের প্রাজ্ঞ ব্যক্তিত্ব ডা. শুভাগত চৌধুরী

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৫
১০:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসাবিজ্ঞানী, জনপ্রিয় লেখক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ আট বছর ধরে মাল্টিপল মায়েলোমা নামক রক্তের ক্যান্সারে ভুগে অবশেষে ৭৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই চিকিৎসা জগতের অগ্রগণ্য ব্যক্তিত্ব।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গুলজার হোসেন জানান, আজ সকালে বিএসএমএমইউতে ভর্তি হওয়ার কথা থাকলেও তার আগে নিজ বাসভবনেই মৃত্যু ঘটে শুভাগত চৌধুরীর। গতকালই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।

ডা. শুভাগত চৌধুরীর জন্ম সিলেটে, ১৯৪৭ সালে। প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় সিলেট শিশুস্কুলে, এরপর শান্তিনিকেতনের পাঠভবনে। পরবর্তী সময়ে দেশে-বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ৩৫ বছরের সরকারি চাকরি জীবনে তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যাপনা করেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তার গবেষণা কাজের পরিধি প্রাণ রসায়ন, পুষ্টি এবং চিকিৎসা শিক্ষা পদ্ধতির ওপর। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে তিনি চিকিৎসাবিজ্ঞান বিষয়ে গবেষণা করেন। প্রশিক্ষণ ও প্রবন্ধ উপস্থাপনের জন্য ভ্রমণ করেছেন ইংল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশ। চিকিৎসাবিজ্ঞানের উপর তার ৩৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তিনি নিউইয়র্ক সায়েন্স অ্যাকাডেমির নির্বাচিত সদস্য ছিলেন।

চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০৯ সালে শেরে বাংলা জাতীয় পুরস্কারে ভূষিত হন তিনি। তার মৃত্যুতে প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনসহ বিভিন্ন চিকিৎসক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ডা. শুভাগত চৌধুরীর জীবন ও কর্ম বাংলাদেশের চিকিৎসা জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অবদান এই খাতকে এগিয়ে নিতে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।