শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়নে আমিরুল ইসলাম আলীমের মতবিনিময়

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৫
৩:১১ অপরাহ্ণ

সিরাজগঞ্জ বেলকুচিতে দৌলতপুর ডিগ্রি কলেজের শিক্ষক /কর্মচারী, পরিচালনা পর্ষদ ও সুধীজনদের শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজে প্রতিষ্ঠানের সভা মনোয়ার চৌধুরী বাবু’র সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালে সিরাজগঞ্জ-৫, বেলকুচি -চৌহালী ও এনায়েতপুর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম খান আলীম।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য  অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান কলেজের ছাত্র-ছাত্রী।

কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরুর পরে ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তব্য প্রদান করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম খালেকুজ্জামান, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনী আমিন, বিএনপির নেতা আলহাজ্ব জামাল ভূঁইয়া, গোলাম আজম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা সেলিম খান লিটন, কেরামত আলী তালুকদার, নুরুল ইসলাম তুহিন, ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান, অত্র কলেজে শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক ও সুধীজন।