ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) পিআর সিস্টেম (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচনের মাধ্যমে প্রত্যেক ভোটারের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে জাতীয় সরকার গঠন করতে হবে এবং প্রয়োজন হলে আন্দোলনের মাধ্যমেই পিআর সিস্টেম বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পদ্ধতির দুর্বলতাগুলো তুলে ধরেন।
তিনি বলেন, দেশের জনগণ মায়ের কোল খালি হওয়ার রাজনীতি আর দেখতে চায় না। দেশের সম্পদ বিদেশে পাচার করে যারা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি জানান, দেশের সার্বিক উন্নতির জন্য প্রয়োজনে আবার জীবন দেওয়া হবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, তারা জনগণের ভোটে নির্বাচিত নয় এবং তাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, আর বাংলাদেশের মানুষ চাঁদাবাজ ও খুনিদের রাজনীতি মেনে নেবে না।
চরমোনাই পীর আরও বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন হবে। ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, বন্ধুত্বসুলভ আচরণের পরিবর্তে তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতি হিসেবে আতিকুল রহমান মুজাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মানসুর আহমেদ সাকীর নাম ঘোষণা করা হয়।