বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বালু দিয়ে খেলা করার কারণে শিশুকে পুকুরে ফেলে দিলেন  শিক্ষক

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫
১১:৩৯ পূর্বাহ্ণ

পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মো. শাহজাহান নামের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ১৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দারের বাড়িতে। ভুক্তভোগী শিশুর নাম মিফতাহুল মাওয়া, যিনি পূর্বপাড়া এলাকার নজির আহমদের মেয়ে। অভিযুক্ত শাহজাহান তাদের প্রতিবেশী এবং বুড়িচং উপজেলা সদরের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক।

ভিডিওতে দেখা যায়, শিশুটির মা শামছুন নাহার তানিয়া অভিযুক্ত শিক্ষককে প্রশ্ন করছেন, “আপনার মধ্যে কি মনুষ্যত্ব নাই? আমার বাচ্চাকে এভাবে পানিতে ফেলে দিলেন! একটু বালু ফেলে দিয়েছে বলে বাচ্চাকে পুকুরে ফেলে দেবেন?” উত্তরে শাহজাহান বলেন, “তোমার বাচ্চা নাকি কার বাচ্চা, এটা আমি দেখব না। আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি। তোমার বাচ্চা আমার এখানে আসবে কেন?”

শিশুর মা তানিয়া জানান, “আমার দুই মেয়ে বালু নিয়ে খেলছিল। এ সময় শাহজাহান তাদের বকাঝকা করে, তারপর আমার ছোট মেয়ে মাওয়াকে পুকুরে ফেলে দেয়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।” তিনি অভিযোগ করেন, এই ঘটনা হত্যার চেষ্টা হিসেবে গণ্য করা উচিত।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত শাহজাহান গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে গেছেন এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।