শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে স্বাধীনতার ৫৫ বছর পরও নির্মিত হয়নি ইউনিয়ন পরিষদ ভবন। দীর্ঘ সময় ধরে স্থান নির্বাচন ও রাজনৈতিক আধিপত্যের কারণে পরিষদ ভবন নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে এলাকার সেবাগ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিগত বছরগুলোর রাজনৈতিক বিভেদ ও স্থান নির্ধারণের জটিলতায় অস্থায়ীভাবে চেয়ারম্যানদের বাড়ির সামনে পরিষদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাংশা ইউনিয়ন পরিষদ ছিল একক ইউনিয়ন, তবে নব্বইয়ের দশকে ধানশাইল ও কাংশা ইউনিয়নে বিভক্ত হয়। বিভাজনের পরও কাংশা ইউনিয়নের কার্যক্রম আয়নাপুরে অবস্থিত পূর্বের অস্থায়ী ভবনে চলছিল।
বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আয়নাপুরেই স্থায়ী পরিষদ ভবন নির্মাণের পক্ষাবলম্বন করেছেন এবং সাবেক সংসদ সদস্যদের কাছ থেকে ডিও লেটারও সংগ্রহ করেছেন। অন্যদিকে সাবেক চেয়ারম্যান জহুরুল হক গুরুচরণদুধনই এলাকায় ভবন নির্মাণের পক্ষে। তবে জনগণ চাইছেন, ইউনিয়ন পরিষদের ভবন যেন ভৌগোলিক সীমারেখার মাঝে নির্মিত হয়, যাতে সেবাগ্রহীতারা কাছ থেকে সুবিধা পান।
এলাকার সেবাগ্রহীতারা জানিয়েছেন, আয়নাপুর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের গ্রামবাসীরা পরিষদের সেবা পেতে গিয়ে নানা দুর্ভোগের শিকার হন। ভিজিএফের চাল নিতে হলে গ্রামবাসীদের ২০০ টাকা ভাড়া দিয়ে আয়নাপুর আসতে হয়, যা তাদের জন্য বড় একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানিয়েছেন, তিনটি স্থানে পরিষদ ভবন নির্মাণের প্রস্তাব এসেছে এবং এসব স্থান তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, জনগণের দুর্ভোগ লাঘবে ভবনটি যেন ভৌগোলিক সীমারেখার মাঝখানে নির্মিত হয়, সে বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে বিবেচনা করবে।