বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫
১১:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা সবাই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) এবং নিপু বড়ুয়া (৩৮)। তারা মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, নিহত তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, তখন অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।