রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে তার বাসার ওয়াশরুমে এই বিস্ফোরণ ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণের পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসা চলমান রয়েছে।”
এ ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, এবং দ্রুত তার সুস্থতার জন্য দোয়া করছেন।